নীলফামারীর সৈয়দপুরে জেলা বিএনপির উদ্যোগে জিয়া মঞ্চের কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর রাতে শহরের বাঁশবাড়ি ১৪নং ওয়ার্ডে আয়োজিত এক সভায় মোঃ আশরাফুল আলম বাবুকে সভাপতি, মোঃ ফিরোজ আহমেদকে সাধারণ সম্পাদক ও মুরাদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন প্রমুখ। জিয়া মঞ্চ সৈয়দপুর পৌর শাখার আহবায়ক হারুনুর রহমান এতে সভাপতিত্ব করেন। সভায় আরো উপস্থিত ছিলেন সৈয়দপুর জেলা জিয়া মঞ্চের আহবায়ক আরমান হোসেন,যুগ্ম আহবায়ক ব্যাবসায়ী এরশাদ হোসেন ও সদস্য সচিব আরমান আলীসহ অনেকে।নবগঠিত কমিটির নেতৃবৃন্দ, জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকারের হাত ধরে সাবেক প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমানের আদর্শকে গতিশীল করে দেশের উন্নয়নে সহযোগিতা ও জনগনের স্বাথের্ে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।