সরাইল সদরের উচালিয়াপাড়া গ্রামের বাসিন্দা আবু আলী। বয়স ৯৫ বছর। বয়সের ভারে ন্যুজ। চলতে ফিরতে খুবই কষ্ট অনুভব করেন। ভরসা উনার হাতের লাঠি। দলের প্রয়োজনে হয়ে উঠেন যুবক। সৎ স্বচ্ছ নির্লোভ নিরহংকার আবু আলী বিএনপি’র একজন কট্রোর সমর্থক। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে পছন্দ করেন। তাই শুরূ থেকেই মনে প্রাণে ভালো বাসেন বিএনপিকে। এক কথায় আপাদমস্তক বিএনপি প্রেমিক তিনি। দলের পক্ষে ক্ষুরধার যুক্তি দিতে তিনি পটু। দলের উল্টো বললেই তিনি চটে যান। বিএনপি বিরোধী কোন শব্দ শুনতে নারাজ তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনে আবু আলীর ১৫ বছরের স্বপ্ন পূরণ হয়েছে। এখন তিনি নতুন স্বপ্ন দেখছেন তারেক জিয়াকে নিয়ে। এই স্বপ্ন পূরণে তিনি খুবই আশাবাদী। আবু আলী তারেক জিয়াকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখেই মরতে চান। পারিবারিক, দলীয় ও স্থানীয় সূত্র জানায়, সরাইল সদরের উচালিয়াপাড়া গ্রামের বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান প্রয়াত আলতাব আলীর ছেলে আবু আলী। ৪ ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। পাকিস্তান আমলে জন্ম হলেও পড়ালেখা করেছেন ৬ষ্ট শ্রেণি পর্যন্ত। যুবক বয়সটা কাটিয়েছেন ভারতের কোলকাতায়। সেখানে ২২ বছর চাকরি করে ১৯৬৯ খ্রিষ্টাব্দে আসেন বাংলাদেশে। খুবই কাছ থেকে চোখে দেখেছেন মুক্তিযুদ্ধ। মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছেন জীবনের ঝুঁকি নিয়ে। কিন্তু মুক্তিযোদ্ধা সনদপত্র গ্রহন করেননি তিনি। আবু আলী ১৯৭৭ খ্রিষ্টাব্দ থেকেই সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের আদর্শকে মনেপ্রাণে ভালো বাসতে থাকেন। উনার আদর্শকে ভালোবেসেই দল বিএনপিকে ভালোবাসতে শুরূ করেন। সেই থেকে গত ৪৮ বছরে যাবৎ বিএনপিকে থেকে চুল পরিমাণ সড়েননি তিনি। মাঠ ঘাট হাট বাজার পথ প্রান্তর হোটেল রেস্তুরায় বসে সর্বসময় বিএনপি’র গুণকীর্তণে ব্যস্ত থাকেন তিনি। আওয়ামী লীগের ক্রুটি বিচ্যুতি হত্যা ঘুম গায়েবী মামলা অনিয়ম দূর্নীতি চিৎকার করে ব্যাখ্যা করতে মোটেও ভয় পাননি। গত ১৫ বছর স্থানীয় বিএনপি’র সকল আন্দোলন সংগ্রামের অগ্রভাগে থেকে ৯৫ বছর বয়সি আবু আলী তরূনদেরকেও পেছনে ফেলেছেন। প্রশাসনের লোকের সামনেই তিনি আওয়ামী লীগের তীব্র সমালোচনা করেছেন। উনাকে বিভিন্ন ধরণের প্রশ্ন করলেও বয়োবৃদ্ধ হওয়ায় পুলিশ হয়রানি করেননি। প্রতিপক্ষ সেজে কেউ বিএনপিকে নিয়ে প্রশ্ন করলে সাজিয়ে ঘুছিয়ে চটজলদি উত্তর দিয়ে এগিয়ে থাকবেনই। তার যুক্তির বিপক্ষে কেউ কথা বললেই তিনি চরম ভাবে ক্ষীপ্ত হন। গালমন্দ করতেও কুন্ঠাবোধ করেননি। টাকার লোভ বা ভয় ভীতি দেখিয়েও উনাকে বিন্দু পরিমাণ পরিবর্তন করতে পারেননি কেউ। ৮৫-৯০ বছর বয়সে প্রশাসনের বাধা ডিঙ্গিয়ে পায়ে হেঁটে জেলা শহরে দলীয় সমাবেশে অংশ গ্রহন করে রেকর্ড করেছেন আবু আলী। প্রকাশ্যে অকপটে আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনার পাশাপাশি দলটির পতন ও তারেক জিয়াকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখার স্বপ্ন দেখছিলেন গত ১৫ বছর। গত ৫ই আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে বৃদ্ধ আবু আলীর স্বপ্ন আলোর মুখ দেখেছে। এখন দারূন খুশি তিনি। তবে এখন তারেক জিয়াকে এই দেশের প্রধানমন্ত্রী দেখার স্বপ্ন দেখছেন। তবে বর্তমান অন্তবর্তী কালীন সরকারের যেকোন অনিয়ম ক্রুটি নিয়ে কঠোর সমালোচনায় ছাড় দেননি তিনি। নিজ দল, অন্যান্য দল ও আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে জানতে তিনি গভীর রাত পর্যন্ত বিভিন্ন চ্যানেল ও ইনটারনেটের সহায়তায় মুঠোফোন দেখেন। আবু আলী বলেন, আমার কোন ধরণের চাওয়া পাওয়ার নেই। নেই কোন চাহিদা। জিয়াউর রহমানের রাজনীতি আদর্শ আমাকে বিমোহিত করেছে। তাই তার নিজ হাতে গড়া সংগঠনটিকে মন থেকে ভালো বেসেছি। দলটির জন্য আত্মত্যাগ করতে আমি সদা প্রস্তুত। ফ্যাসিস্ট শেখ হাসিনার পলায়নে আমার দীর্ঘদিনের লালিত প্রথম স্বপ্নটি আল্লাহ পূরণ করেছেন। ৯৫ বছর বয়সে মৃত্যু আমাকে ডাকছে। আমি এখন মৃত্যুর আগে শুধু জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি তারেক জিয়াকে এই দেশের প্রধানমন্ত্রী দেখে মরতে চাই। সরাইল উপজেলা বিএনপি’র সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর বলেন, সম্পূর্ণ নি:স্বার্থ দলপ্রেমিক ও দলান্ধ ৯৫ বছর বয়সের ব্যক্তিটির নাম আবু আলী। প্রতিপক্ষের হাজারো প্রশ্নের উত্তর চটজলদি সুকৌশলে সঠিকভাবে দিয়ে পরিপক্ক রাজনীতিবিদের দৃষ্টান্ত স্থাপন করছেন। দলের দায়িত্বশীল পদের লোকজন আবু আলীর কাছ থেকে দলপ্রেম ও রাজনীতির প্রশিক্ষণ নেয়া দরকার। আবু আলীরাই দলের প্রাণ ও শক্তি। লেবাছধারী দূর্নীতিবাজরা শুধু লুটপাটের জন্য রাজনীতি করেন। আবু আলী এর সম্পূর্ণ উল্টো। শ্রদ্ধেয় আবু আলী সমগ্র বাংলাদেশের রাজনৈতিক দল গুলোর জন্য ভালো দৃষ্টান্ত হতে পারে। আমি উনার শাররীক সুস্থ্যতা ও দীর্ঘ হায়াত কামনা করি। আবু আলীরা আমাদের মাঝে বেঁচে থাকুন হাজার বছর। তোমাকে লাখো স্যালোট সত্যিকারের দলপ্রেমিক আবু আলী।