সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে দিক নির্দেশনামুলক যৌথ কর্মীসভা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বিকালে শেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে এই যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা যুবদল, ছাত্রদল, ও স্বেচ্ছা সেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক নূরল ইসলাম নয়ন, কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান ইয়াহইয়া। যৌথ সভা থেকে জানানো হয়, আগামি কাল শেরপুরের সকল উপজেলায় এক যুগে বিএনপির নতুন বাংলাদেশ বিনির্মানে জন সচেতনতা সৃষ্ঠিতে ৩১ দফা সংক্রান্ত লিফলেট প্রচার করা হবে। এ কর্মসূচিকে ঘিরে বিএনপির ওই তিন অঙ্গদলে ব্যাপক উৎসাহ বিরাজ করছে।