ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গ্রামীণ সড়কের মাঝখানে বসানো রয়েছে পল্লী বিদ্যুৎ সরবরাহ লাইনের খুঁটি। ফলে ওই সড়কে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীরা ঝুঁকি নিয়েই যাতায়ত করছেন প্রতিদিন। আর আতঙ্কে পায়ে হেঁটে চলছেন পথচারীরা। বৃষ্টি হলে ওই খুঁটির কারণেই ঘটছে দূর্ঘটনা। একটু দূরে আরেকটি খুঁটি হেলে ঝুলে আছে ফসলি জমির উপর। যেকোন সময় বড় ধরণের দূর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে স্থানীয় কৃষকদের। উপজেলার রসুলপুর-আজবপুর সড়কের আজবপুর এলাকায় দীর্ঘ সময় ধরে সড়কের মাঝখানের খুঁটি নিয়ে কোন মাথা ব্যাথা নেই পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের। গ্রাহকদের অভিযোগ উড়িয়ে দিয়ে খুঁটি সরাতে গেলে অনির্দিষ্ট সময় বিদ্যুৎ না থাকার হুমকি দেন তারা। সরজমিন অনুসন্ধান ও স্থানীয় একাধিক সূত্র জানায়, রসুলপুর-আজবপুর সড়কের বেশ কয়েক জায়গায় পল্লী বিদ্যুৎ সরবরাহের খুঁটি বসানো হয়েছে গ্রামীণ সড়কের উপর। তবে আজপবপুর গ্রামের উমর আলীর বাড়ি সংলগ্ন সড়কের মাঝখানের খুঁটিটির জন্য লোকজন গত ১৪-১৫ বছর ধরে চরম দূর্ভোগে রয়েছে। বাজারে বা গ্রামে মালামাল ট্রাক বা পিকআপ ভ্যানে করে নেয়া যায় না। রোগী বা লাশ বহনকারী এম্বোলেন্সও যেতে পারে না। ফলে আজবপুর গ্রামের লাশ এই জায়গা থেকে নামিয়ে কাঁদে করে নিতে হয়। অনুরূপ ভাবে আনা নেয়া করতে হয় গুরূতর অসুস্থ্য রোগীদের। বৃষ্টি হলে তো নারী পুরূষ ও শিশু যাত্রীদের সীমাহীন কষ্ট করতে হয়। সিএনজি চালিত অটোরিকশা উল্টে দূর্ঘটনায় অনেকে আহত হয়। বিষয়টি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েও কোন সুফল পাওয়া যায়নি। উল্টো খুঁটিটি সরালে অনেক সমস্যা ও ঝামেলার কথা বলে গ্রাহকদের ভয় দেখানোর অভিযোগ রয়েছে। সিএনজি চালক রূবেল মিয়া বলেন, শুষ্ক মৌসুমে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশাই ভরসা রসুলপুর-আজবপুর সড়কে। নিয়মিত যাত্রী নিয়ে আপ-ডাউন করি। উমেদ আলীর বাড়ি সংলগ্ন স্থানে সড়কের মাঝখানের খুঁটিটি যাতায়তের পথে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। সরূ সড়কের দ্বিখন্ডিত ওই জায়গাটিকে আরো সরূ করে রেখেছে বিদ্যুতের খুঁটিটি। ফলে জায়গাটি পার হতে বড় ধরণের দূর্ঘটনাও ঘটছে। তাই ট্রাক ট্রাক্টর পিকআপ ভ্যান ও এম্বোলেন্স তো যেতেই পারে না। আর বৃষ্টি হলো তো ওই খুঁটির জন্য চালকরা এই সড়কে আসতে চান না। ফলে অবর্ণনীয় দু:খ কষ্ট ভোগ করতে হয় যাত্রী ও পথচারীদের। এক যুগেরও অধিক সময় ধরে কষ্টের সাগরে হাবুডুবু খেলেও কোন ভাবেই পরিত্রাণের পথ খুঁজে পাচ্ছেন না ওই জনপদের কয়েক হাজার পরিবার। গ্রামের একাধিক বাসিন্দা ও কৃষক বলেন, একটু দূরেই সড়কের একটি খুঁটি চাদু মিয়ার ফসলি জমির উপর হেলে ঝুলে আছে ১০ বছরেরও অধিক সময় ধরে। এটার নীচ দিয়ে কৃষক ও সাধারণ লোকজন যাতায়ত করছেন অনেক ঝুঁকি নিয়ে। আকস্মিক ভাবে জমিতে পড়তে গিয়ে কারো উপরেই পড়লেই ঘটবে মৃত্যুর ঘটনা। পল্লী বিদ্যুতের লোকজন খুঁটি গুলো সরানোর ব্যবস্থা না করে উল্টো গ্রাহকদেরকে বিদ্যুৎ না থাকা সহ বিভিন্ন ধরণের ঝামেলায় পড়ার ভয়ভীতি দেখাচ্ছেন। পল্লী বিদ্যুৎ অরূয়াইল অফিসের এ.জি.এম আতাউর রহমান গ্রাহকদের অভিযোগ অস্বীকার করে বলেন, এই ধরণের সমস্যা আমাদের জানা নেই। গ্রাহকরা ইষ্টিমেটের টাকা জমা সাপেক্ষে আবেদন করলে আমরা তড়িৎ ব্যবস্থা নিয়ে থাকি। সড়কের মাঝখানে খুঁটি সমস্যা করছে এমন বিষয়ে কেউ লিখিত কোন আবেদন করেননি। আবেদন পেলে আমরা অবশ্যই ব্যবস্থা নিব।