নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এক অভিযান চালিয়ে সাইফুল ইসলাম প্রকাশ বাচ্চু (৩৮) নামের এক মাদক কারবারিক গ্রেফতার করেছে। এসময় পুলিশ তার নিকট থেকে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গ্রেফতারকৃত বাচ্ছু সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউপির ১নং ওয়ার্ড পশ্চিম ইযারপুর তমিজ উদ্দিন নলী বাড়ির মজিবুল হকের ছেলে। জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরির্দশক মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স পশ্চিম ইযারপুর তমিজ উদ্দিন নলী বাড়ির শফিকুল ইসলাম প্রকাশ বাচ্চুর বসত ঘরে তল্লাশী করে ৫৩ পিস ইয়াবা উদ্ধার করে। এঘটনায় জড়িত থাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন তাকে গ্রেফতার করে। এঘটনায় সেনবাগ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়।