নীলফামারীর সৈয়দপুরে প্রাইভেট পড়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় নেহাল খান (২০) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। ২১ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে বাইপাস সড়কের ধলাগাছ মোড়ে এ ঘটনা ঘটে। নিহত নেহাল সৈয়দপুর শহরের নয়াবাজার এলাকার মিনহাজ উদ্দিনের বড় ছেলে। তিনি শহরের সানফ্লাওয়ার স্কুল ও কলেজের দ্বাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নেহালসহ তিন জন একটি মোটরসাইকেলে বাইপাস সড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে চালক নেহালসহ তিন জনই গুরুতর আহত হন। পাশের লোকজন তাদেরকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিলে নেহালকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের সহপাঠী আব্দুর রউফ জানান, প্রতিদিনের মতো মোটরসাইকেলে তিন বন্ধু প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিলেন। পথে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফইম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে ধলাগাছ মোড়ে ঘটনাটি ঘটে। আইনি প্রক্রিয়া শেষে নিহতকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।