তালা উপজেলার ধানদিয়া ও যশারর কেশবপুর উপজেলার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম কপােতাক্ষ নদের উপর অবস্থিত ধানদিয়া-সাগরদাড়ি বাশের সাকো। যেটি বর্তমান নদের উপর উজান থেকে ভেসে আসা শেওলার চাপে সাকোটি ভেঙে দুই উপজেলার কয়েক লাখ মানুষ নিদারুণ বিপাকে পড়েছে। একই সাথে সংশ্লিষ্ট এলাকার মানুষরা তাদের প্রয়ােজনীয় কর্মসম্পাদনের জন্য নদী পারাপার চরম দুর্ভােগ পােহাছেন। কয়েক মাস পার হলেও সাকোটি মেরামতের কােন ব্যবস্থা করা হয়নি। উপজলার সাগরদাড়ি কপােতাক্ষ নদের উজানে ভেসে আসা শেওলার চাপে পাটকেলঘাটার ধানদিয়া ধানদিয়া থেকে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মতি বিজড়িত সাগরদাড়ি ডাকবাংলার পার্শ বর্তী বাদামতলা পর্যন্রত বাশের সাকোটি গত ২ সেপ্টম্বর ভেঙে গিয়ে যােগাযােগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। যার বিরুপ প্রভাব পড়েছে পাটকেলঘাটা ও কেশবপুর উপজেলার অর্ধশতাধিক গ্রামের মানুষর উপর। এছাড়া পার্শ্ববর্তী কলারােয়া উপজেলার মানুষের সাগরদাড়ি বাজারে আসা-যাওয়া খুবই সমস্যা হচ্ছে । দীর্ঘদিন দু’পােেড়র মানুষ ওই বাশের সাকোটি ব্যবহার করে আসছে। তাদের একমাত্র ভরসা এখন খেয়া পারাপার। জরুরী প্রয়ােজনে জীবনের ঝুঁকি নিয়ে জনগণক নৌকা পারাপার হতে হচ্ছে । সরেজমিন ভুক্তভােগী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নওশের আলী আক্ষেপ করে বলেন, দেশ স্বাধীনের পর আজও পর্যন্ত এখানাে একটা ব্রিজ নির্মাণ করা সম্ভব হয়নি। এখানকার মানুষের যাতায়াতের সুবিধার্থে একটি ব্রিজ বা সেতু নির্মাণ করা খুবই জরুরী। একইসাথে জরুরি ভিত্তিতে সাগরদাড়ী ও পাটকেলঘাটা উপজেলার গ্রামবাসীর সুবিধার কথা বিবেচনা করে বাশের সাকোটি মেরামতের দাবী জানিয়ছন ভুক্তভােগী এলাকাবাসী। এ ব্যাপারে তালা উপজলা নির্বাহী কর্মকর্তা শেখ মাে. রাসেল বলেন, ধানদিয়া-সাগরদাঁড়ি কপােতাক্ষ নদের ওপর সাকোটি স্থানীয় জনগণ নির্মাণ করেছিল। সাকোটি ভেঙে যাওয়ায় মানুষের চলাচল সমস্যা দেখা দিয়েছে। তবে দ্রুত সাকােটি মেরামতের জন্য প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।