গাজীপুরের কাপাসিয়া কলেজপাড়া ক্রিকেট ক্লাবের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত । ২২ নভেম্বর শুক্রবার বিকালে খেলায় স্থানীয় রাইদাহ এক্সপ্রেস বনাম চারজার্স কিং ইলিভেন অংশগ্রহণ করে। কাপাসিয়া ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের আনুষ্ঠানিকতায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হুমায়ূন কবির সভাপতিত্ব করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক, কাপাসিয়া কলেজ গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসাইন, জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক এফ এম কামাল হোসেন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, ক্রিড়া শিক্ষক আনোয়ার সাদেক, বিএনপি নেতা মেজবাহ উদ্দিন, আমিনুর রহমান, মেহেদী হাসান বাচ্চু, সাইফুল ইসলাম বাদল, হারুন অর রশিদ, ছাত্র বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান প্রিন্স, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ শেখ, সাবেক সভাপতি মনির হোসেন, যুবদল নেতা মোঃ নূরুজ্জামান, সাবেক ছাত্রদল নেতা মীর মাহমুদুল হাসান মাসুম, মাহবুব মোর্শেদ প্রতীক, রুহুল আমিন সরকার, ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদ প্রমুখ । খেলার আনুষ্ঠানিকতার সার্বিক পরিচালনা করেন ছাত্রদল নেতা নাঈমুর হাসান। ১২ ওভারের খেলায় রাইদাহ এক্সপ্রেস ৮৯ রানে চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন রাইদাহ এক্সপ্রেস প্রথম পুরস্কার হিসাবে প্রাইজমানি ২০ হাজার টাকা পেয়েছে। রানার্সআপ দল চারজার্স কিং ইলিভেন দ্বিতীয় পুরস্কার হিসাবে ১০ হাজার টাকা পেয়েছে। টুর্নামেন্টে শাকিল হাসান ম্যান অফ দা ম্যাচ বিবেচিত হয়।দীর্ঘদিন পর ঐতিহ্যবাহী কাপাসিয়া ডিগ্রি কলেজ মাঠে মনোরম পরিবেশে জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টে হাজারো দর্শকের উপস্থিতি ছিল দৃশ্যমান।