শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সুবেদার কান্দি বিএনপি'র দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর ২০২৪) সন্ধ্যায় সুবেদার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশিষ্ট সমাজ সেবক ফারুক সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী এনায়েত হোসেন মুন্সি, নুরু বেপারী, এসকেন বেপারী, মামুন ঢালী, ইকবাল বেপারী, কালু বাঘা, শামীম মাস্টার, নুর আলম বেপারী প্রমূখ। এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সরদার একেএম নাসির উদ্দীন কালু'র দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়। এছাড়াও দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের জন্য খিচুড়ির ব্যবস্থা করা হয়।