সিরাজগঞ্জের রায়গঞ্জে লাহোড় গ্রামের মরহুম রুপা প্রামানিকের পুকুরে মৎস্য চাষী নলছিয়া কাচারীপাড়া গ্রামের মোঃ আবুল কালামের ছেলে মোঃ ইউনুস আলী (২২) বিদ্যুৎপৃষ্টে মৃত্যু বরন করেছেন। গতকাল শুক্রবার বিকাল ৩ টার দিকে ঐ পুকুরে মাছের খাদ্য দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে পানিতে পড়ে যায়। এ সময় পত্যক্ষদর্শী এক নারী তার স্বজনদের খবর দিলে তারা পানিতে নেমে ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করে। রায়গঞ্জ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে মৃতের স্বজনরা বাদ মাগরিবের নামাজের পর লাহোড় কবরস্থানে জানাযা নামাজ শেষে তার লাশ দাফন করে।