বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ মোল্লাহাট শাখার আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা মডেল মসজিদ সাংস্কৃতিক কেন্দ্রে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ মোল্লাহাট শাখার সভাপতি হাফেজ মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের বাগেরহাট জেলার প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা জাকারিয়া, বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাট জেলার সভাপতি হাফেজ মোঃ মিজানুর রহমান। উল্লেখ্য, মোট ৫'টি গ্রুপভিত্তিক এ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।