কুষ্টিয়ার একটি কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে। এ সময় স্থানীয়রা হাতেনাতে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বাঁশের লাঠি। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত পৌণে ৮টার দিকে সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের উত্তর মাগুড়া মহাশ্মশান কালী মন্দিরে এই ঘটনা ঘটে। স্থানীয় পাটিকাবাড়ী ক্যাম্প ইনচার্জ এস আই নুরনবী এ তথ্য নিশ্চিত করেছেন। তবে পুলিশের দাবি আটক যুবক তার ভিন্ন ভিন্ন পরিচয় প্রদান করছে। ওই যুবক নিজেকে কয়েকবার আলী নুর (২৪) এবং বাবার নাম রবিউল ইসলাম পরিচয় দিয়েছে। মাধব সাহা ও পলাশ সাহা নামে দুই প্রত্যক্ষদর্শী জানায়,আমরা মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় দেখতে পাই ওই যুবক মন্দিরের গ্রিলের ভেতর দিয়ে একটি বাঁশের লাঠি ঢুকিয়ে কালী প্রতিমাগুলো ভাঙচুর করছে। এসময় মোবাইল ক্যামেরার ভিডিও ও চালু করে তার দিকে এগিয়ে গিয়ে হাতেনাতে ধরে ফেলি। এ সময় স্থানীয় লোকজন ছুটে আসলে তারা তাকে পুলিশের হাতে তুলে দেয়। তার পরিচয় জিজ্ঞাসা করলে সে তার নাম জানায় আলী নুর। পার্শ¦বতী কুটিপাড়া গ্রামের নানা বাড়িতে থাকে বলে জানিয়েছে সে। প্রথমে বাইরে থেকে একটি বাঁশের লাঠি দিয়ে সে কালী প্রতিমা গ্রিলের কাছে টেনে আনে। এরপর হাত,পা,মুখমন্ডল ভাঙচুর করতে থাকে। এ ঘটনার সুষ্ঠ তদন্ত দাবি করেছে স্থানীয় সনাতন ধর্মালম্বীরা। উত্তর মাগুড়া মহাশ্মশান কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী সুজন কুমার অধিকারী বলেন, এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি। সেই সাথে কালী প্রতিমা ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। পুলিশ ঘটনাস্থলে এসেছে। তারা তদন্ত করছে। কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, যে কোনো ধর্মীয় অনুভূতিতে বিন্দুমাত্র আঘাত বা ষড়যন্ত্রের চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশকে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। তারা জিজ্ঞাসাবাদ করছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কুষ্টিয়া জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড জয়দেব বিশ্বাস বলেন, মন্দিরের আশে পাশে কম লোকজনের বসবাস। কিছুদিন আগেই সেখানে কালী পুজা হয়েছে। সেই প্রতিমা বাঁশের লাঠির মাধ্যমে টেনে নিয়ে ভাঙচুর করেছে একজন। পুলিশ তাকে আটক করেছে। তাই এই মুহুর্তে কোন কর্মসূচি দেওয়া হচ্ছে না। পেছন থেকে কারো ইন্ধন আছে কিনা সে বিষয়েও খতিয়ে দেখছে পুলিশ। পাটিকাবাড়ী ক্যাম্প ইনচার্জ এস আই নুরনবী বলেন,ঘটনাস্থলে উদ্ধর্তন কর্মকর্তারা এসেছেন। তারা সবার সাথে কথা বলেছেন। আটক যুবেকর আচরণ অস্বাভাবিক । বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে সে। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।