পাবনার চাটমোহর পৌর সদরের কেন্দ্রীয় শ্রী শ্রী হরিসভা মন্দিরে অনুষ্ঠিত হয়েছে ৪০ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও রাধা গোবিন্দের লীলা কীর্তন। গত রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় সনাতন ধর্মসভার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এদিন হরিসভা মন্দির কমিটির সভাপতি রথীন্দ্রনাথ কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত সনাতন ধর্মসভা ও উদ্বোধনী অনুুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য’র সঞ্চালনায় অনুষ্ঠিত বিশেষ অতিথির বক্তব্য দেন,সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল। ধর্মীয় আলোচনা করেন নবকৃষ্ণ দাস। গত সোমবার থেকে শুরু হয় ৩ দিনব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান। বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয় শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলাকীর্তন। লীলাকীর্তন পরিবেশন করেন কুমারী আশালতা মন্ডল,শ্রীমতি মেঘমালা বৃষ্টি,নয়নান্দ নাগ ও নরোত্তম দাস। এ উপলক্ষে আজ শনিবার হবে নগর কীর্তন ও মহাপ্রসাদ বিতরণ। অনুষ্ঠানে অসংখ্য ভক্তের সমাগম ঘটে।