পাবনার চাটমোহরসহ চলনবিল অঞ্চলে শুরু হয়েছে রোপা আর বোনা আমন ধান কর্তন। রোপা আমন ধানের বাম্পার উৎপাদন ও ভালো দাম পেয়ে খুশি কৃষকরা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে,চলতি বছর চাটমোহর উপজেলায় ৭ হাজার ৭৩০ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। এরমধ্যে হাইব্রিড ধানের আবাদ হয়েছে ১৩৫০ হেক্টর জমিতে। এছাড়া বোনা আমন ধানের আবাদ হয়েছে ৮ হাজার ৫০০ হেক্টর জমিতে। রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। বোনা আমনেও আশানুরুপ ফলন হচ্ছে বলে জানালেন ছাইকোলা গ্রামের কৃষক ছিদ্দিক হোসেন। এদিকে গত বুধবার (২১ নভেম্বর) উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদরা গ্রামের মাঠে হাইব্রিড ধান ব্রি-১০৩ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কৃষক মোয়াজ্জেম হোসেনের জমিতে ধান কর্তন করে বিঘাপ্রতি ফলন মেলে ৩০মণ। রোপা আমন ধানের স্বাভাবিক ফলন হচ্ছে ২১ থেকে ২২মণ হারে। এখন পওরাদমে চলছে রোপা আর বোনা আমন ধান কর্তন কার্যক্রম। নবান্নের উৎসবে মেতেছে গ্রামীণ জনপদ। সকাল থেকে রাত পর্যন্ত চলছে ধান কাটা,মাড়াই ও শুকানোর কাজ। উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা যায়,চলতি বছর চাটমোহরে তেজগোল্ড,সুরভি-১,সুরভি-২.ব্রি-ধান ১৩০ জাতের হাইব্রিড ধানের আবাদ হয়েছে। উপজেলার ছাইকোলা,মূলগ্রাম,বেজপাড়া,হোগলবাড়িয়াসহ কয়েকটি গ্রাম ঘুরে দেখা যায়,কৃষক ও কৃষি শ্রমিক ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন। কৃষক আবু বকর জানান,এবার ধানের ভালো ফলন হয়েছে। বাজারে ধানের দামও ভালো মিলছে। এতে কৃষক লাভবান হবে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন জানান,আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে চাটমোহর উপজেলা আমনের ভালেঅ ফলন হয়েছে। কৃষক হাইব্রিড ধানের আবাদেরও ঝুঁকেছেন। বাজারে ভালো দাম পাওয়ায় খুশি বলে জানান তিনি।