পিরোজপুরে জিয়া টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। জেলা বিএনপির ব্যবস্থাপনায় পিরোজপুর জেলা স্টেডিয়ামে আজ শুক্রবার সকাল ১১ টায় বরিশাল বিভাগীয় পর্যায়ের এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি কেন্দ্রিয় বিএনপির ক্রিড়া বিষয়ক স¤পাদক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম। জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আমিনুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বছর ব্যাপী ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলা বিভাগীয় পর্যায়ে শুরু করেছি। এরপরে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এ খেলা চালু রাখবো। দেশের প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেট খেলার মানোন্নয়নের লক্ষে বিএনপি দেশব্যাপী ‘জিয়া টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট’ নামে এ খেলার আয়োজন করেছে। এ টুর্নামেন্ট বাংলাদেশের ক্রিড়াঙ্গনকে সমৃদ্ধ করবে। তিনি বলেন সন্তানদের খেলার মাঠে ফিরিয়ে আনতেই বিএনপির এ উদ্যোগ। আমরা চাই একটি মাদক মুক্ত বাংলাদেশ এবং ক্রিড়াঙ্গন হবে তার অন্যতম মাধ্যম। আমরা চাই তারেক রহমানের নেতৃত্বে এমন একটি বাংলাদেশ গড়তে যেখানে কোন রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না। সুষ্ঠ সুন্দর একটি গনতান্ত্রিক পরিবেশ থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে পিরোজপুরের জেলা প্রশাসক মো: আশরাফুল আলম খান, পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি, বরিশাল বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।