ঝিনাইদহের কালীগঞ্জ পৌর শহরের আড়পাড়া এবং কাশিপুর মাঠপাড়ায় যৌথ বাহিনী ও পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্য ও অন্যান্য জিনিসসহ ৪ জনকে আটক করেছে। বৃহস্পতিবার বিকালে সেনাবাহিনী, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং কালীগঞ্জ থানা পুলিশের যৌথ একটি দল মাদক কারবারি জাহাঙ্গীর হোসেনের আড়পাড়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন পালিয়ে গেলেও তার বাড়িতে থাকা নারী দিপালী বেগম, চম্পা বেগম এবং ডলি বেগমকে আটক করে। যৌথ বাহিনী আসার খবর পেয়ে তারা নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেটের প্যাকেট বাথরুমের পেনের মধ্যে ফেলে দেয়। এ সময় তাদের ঘর ও টয়লেট তল্লাশি করে ভেজা ইয়াবা ট্যাবলেটের প্যাকেট, ফেনসিডিলের ১৬টি খালি বোতল, ৭টি মোবাইল ফোন, ২টি পাসপোর্ট এবং নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করে। যৌথ অভিযানের নেতৃত্ব দেন মেজর আকিকুর রহমান রুশাদ। একইদিন রাতে কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর মাঠপাড়ায় অভিযান চালিয়ে আনছার আলী নামে এক মাদক ব্যবসায়ীকে ১০৩ পিচ ইয়ারবাসহ আটক করে। কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, এসব ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে পৃথক দু,টি মামলা হয়েছে।