কুড়িগ্রামের রাজারহাট সদর বাজারের স্বপ্ন শপ আউটলেটের ম্যানেজার শাহিনুর ইসলাম নিখোঁজের ৫ দিনেও শুক্রবার দুপুর পর্যন্ত খোঁজ মেলেনি। শাহিনুরকে না পেয়ে চরম উদ্বেগ্ন আর উৎকণ্ঠায় পড়েছে তার পরিবার। শাহিনুর ইসলাম (৩৫) দিনাজপুর সদর উপজেলার রামনগর গ্রামের জসিম উদ্দিনের ছেলে বলে জানা গেছে। গত সোমবার (১৮ নভেম্বর) দুপুর ১২ টার দিকে শাহিনুর ইসলাম (৩৫)বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। এর কিছুক্ষণ পর হইতে তার ব্যবহৃত মোবাইল সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ হন। তাকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। এব্যাপারে রাজারহাট থানায় একিটি সাধারণ ডায়রি করা হয়েছে। কুড়িগ্রাম সেনাবাহিনী ও রাজারহাট থানার পুলিশ যৌথভাবে তদন্তপূর্বক অভিযান অব্যাহত রেখেছেন বলে রাজারহাট থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানিয়েছেন।