নওগাঁর মহাদেবপুরে সরকারি খাস খতিয়ানভূক্ত আত্রাই নদীর বালুচর জবরদখল করে একের পর এক বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এই অপকর্ম চালিয়ে গেলেও প্রশাসন এর বিরুদ্ধে কোনই ব্যবস্থা গ্রহণ করেনি। স্থানীয়রা অভিযোগ করেন যে, উপজেলা সদরের নতুন ব্রীজের পূর্ব-উত্তর পাড় সংলগ্ন ৩০ শতক জমি সরকারি খাস খতিয়ানভূক্ত বালুচর। এই জমি মহাদেবপুর উপজেলা সদরের বকের মোড়ের সাবেক বীর মুুক্তিযোদ্ধা কমান্ডার প্রয়াত আবুল কাসেমের ছেলে মামুন জবরদখল করে বহুতল ভবন নির্মাণ করেন। এব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার অভিযোগ দিয়েও কোন কাজ হয়নি। তাদের অভিযোগ ফাসিবাদের আমলে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রয়াত আহসান হাবীব ভোদনের ভাগ্নে হওয়ায় প্রশাসন তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। সরেজমিনে ওই এলাকায় গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। দেখা গেছে, নিয়ম ভেঙ্গে আত্রাই নদীর উপর নির্মিত নতুন ব্রীজ ঘেঁষে এই ভবন নির্মাণ করা হয়েছে। ফলে ব্রীজটিও হুমকির মুখে রয়েছে। স্থানীয়রা অবিলম্বে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি সম্পত্তি উদ্ধারের দাবি জানিয়েছেন। এব্যাপারে বৃহস্পতিবার (২১ নভেম্বর) উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগও দাখিল করা হয়েছে। জানতে চাইলে অভিযুক্ত মামুন জানান, ওই জমি স্থানীয় একটি মৎস্যজীবী সমিতির নামে পত্তন দেয়া হয়েছে। তাদের কাছ থেকে তিনি কিনে নিয়েছেন। তবে তিনি এসংক্রান্ত কোন কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। বিষয়টি জানতে মহাদেবপুর সদর ইউনিয়ন ভূমি অফিসে গেলে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মিনারুল ইসলাম নথিপত্র পর্যালোচনা করে জানান, ওই জমি সরকারি ১নং খাস খতিয়ানভূক্ত এবং ৪০২ নং দাগে ৩০ শতক সম্পত্তির রকম বালুচর। এই জমি পত্তনযোগ্য নয় এবং কাউকে পত্তনও দেয়া হয়নি। মামুন পত্তন সংক্রান্ত কোন কাগজপত্র দেখালে তা হবে ভূয়া। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিফাত আরা জানান, সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করে থাকলে তদন্ত করে এব্যাপারে একটি উচ্ছেদ মামলা রেকর্ড করে তা উদ্ধার করা হবে।