সাফ চ্যাম্পিয়নশিপ পর্যন্ত দায়িত্ব পালন করা ইংলিশ কোচ পিটার বাটলার সফল হয়েছেন শিরোপা ধরে রাখতে পেরে। বিদায়ী বছরে পিটারের অধীনে ৮ ম্যাচ খেলেছেন সাবিনারা। দুটি হেরেছেন, একটি ড্র করেছে এবং জিতেছে ৫টি। এর মধ্যে আছে মর্যাদার সাফ শিরোপাও। পিটার দায়িত্ব নেওয়ার পর থেকে নতুনদের ওপর বেশি নজর দিয়েছেন এই ইংলিশ কোচ। আগামীর জন্য একটি শক্তিশালী দল তৈরি লক্ষ্যে পিটার অতীত ও নামের ওজন বাদ দিয়ে বর্তমান পারফরম্যান্সকে গুরুত্ব দিচ্ছেন। বাফুফের কাছেও এখন অনূর্ধ্ব-২০ দলটি হবে হ্যাটট্রিক সাফ চ্যাম্পিয়ন হওয়ার সবচেয়ে বড় হাতিয়ার। তাই ফেব্রুয়ারির সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ইংলিশ কোচ পিটার বাটলারকেই দায়িত্বে রাখছে বাফুফে। বাফুফের নির্বাহী কমিটির সদস্য ও নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘২৯ নভেম্বর পিটারের অধীনেই শুরু হবে অনূর্ধ্ব-২০ দলের অনুশীলন। আমরা মেয়েদের জন্য তাকে রেখে দিয়েছি। ৩১ ডিসেম্বর পর্যন্ত বাফুফের সাথে তার চুক্তি আছে একাডেমির জন্য। এর আগেই তিনি কথা বলে কয়েকদিনের জন্য ছুটিতে যাবেন। তারপরই আমার বয়সিভিত্তক দল নিয়ে পুরোদমে অনুশীলন শুরু করবো।’ বাফুফের সঙ্গে চুক্তি নবায়ন হলে মেয়েদের পরের সাফ চ্যাম্পিয়নশিপ পর্যন্তও তাকে দেখা যেতে পারে দায়িত্বে। বাফুফের চোখ এখন মেয়েদের সাফের হ্যাটট্রিক চ্যাম্পিয়নে। পরের সাফ বাংলাদেশে হওয়ার কথা রয়েছে। গত কাঠমান্ডু সাফ চলাকালীন ও সাফ শেষে পিটার বাটলারকে নিয়ে বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়ের নেতিবাচক মন্তব্যের কোচের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠেছিল। সাফের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট চলাকালীন কোচের বিরুদ্ধে গণমাধ্যমে অভিযোগ করাটা ভালোভাবে নেয়নি বাফুফে। যদিও মুখ বুঝে সহ্য করছে বাফুফে, মেয়েদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তবে ছুটিতে যাওয়ার আগে মেয়েদেরকে একটা বিষয় পরিষ্কার করা হয়েছে বাফুফে থেকে। নারী ফুটবলারদের জানিয়েও দেওয়া হয়েছে তাদের কাজ মাঠে খেলা। বেতন, ভাতা, সুযোগ সুবিধাসহ অন্য সব বিষয় দেখভালের দায়িত্ব বাফুফের। কে কোচ হবেন, কে অফিসিয়াল হবেন এ বিষয়ে মেয়েদের কোনো বক্তব্য থাকবে না। মেয়েদের বেশি বেশি গণমাধ্যমের সাথে কথা বলার বিষয়টিও লাগাম টানা হয়েছে বলে জানা গেছে। সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে ক্যাম্প ছুটি পর্যন্ত গণমাধ্যমে কথা বলার জন্য মেয়েদের পুরো স্বাধীনতা দেওয়া হয়েছিল। এখন থেকে সেটা পারবে না বলেই জানা গেছে। যদিও মেয়েরা এখন চুক্তির মধ্যে নেই। তাই তারা বাফুফের মৌখিক নির্দেশনা কতটা মানবেন সেটাও দেখার বিষয়।