বাগেরহাটের মোল্লাহাটে এক একর ছাব্বিশ শতাংশ জমির ধানের গাঁদা পোড়ানোর অভিযোগ পাওয়া গেছে অজ্ঞাত নামা দুস্কৃতিকারীদের বিরুদ্ধে। গত মঙ্গলবার রাত ১০ টার দিকে উপজেলার পশ্চিম চরগোবরা এলাকায় পাকা সড়কের পাশে গাঁদা করে রাখা ধান আগুনে পোড়ানোর এ এঘটনা ঘটে। ওই ধানের মালিক উদয়পুর গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ ওমর আলী শেখ জানান, এক একর ছাব্বিশ শতাংশ জমির পাকা ধান কেটে ভ্যান না পাওয়ায় সড়কের পাশে গাঁদা করে রাখা হয়। কে বা কারা ওই রাতে ধানের গাদায় আগুন ধরিয়ে দেয়। এরপর লোক মাধ্যমে মোবাইলে আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান তিনি। এর আগেই লোকজনে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হলেও ততক্ষণে ধান পুড়ে শেষ হয়ে যায়।= এঘটনায় অজ্ঞাত দুস্কৃতিকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ ওমর আলী শেখ।