দিনাজপুরের হিলিতে দুটি ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ওষধ রাখার দায়ে এবং অনুমোদনহীন পশু খাদ্য বিক্রির দায়ে একটি ফিডের দোকানীকে ১৮ হাজার টাকা জরিমাণা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দিনাজপুর। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ১২ টায় বাংলাহিলি বাজারে অভিযান পরিচালনা পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ দিনাজপুর এর সহকারী পরিচালক মমতাজ বেগম। এসময় মেসার্স কাওছার এন্টার প্রাইজ নামের একটি ফিডের দোকানে অনুমোদনহীন পশু খাদ্য বিক্রয়ের দায়ে ১০ হাজার এবং মেয়াদ উত্তীর্ণ ওষধ রাখার দায়ে মন্ডল ফার্মেসীকে ৫ হাজার এবং জাহিদুল ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারি পরিচালক মমতাজ বেগম জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।