নগরীর চাঁদমারী কলোনীতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্রসহ দুই যুবককে আটক করেছে। আটককৃতরা হলো- ওই কলোনীর বাসিন্দা সাদ্দাম হাওলাদার ওরফে জামাই রাসেল এবং রায়হান হাওলাদার। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি মোঃ মিজানুর রহমান জানান, বুধবার রাতে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে দেশীয় অস্রসহ তাদের আটক করেন। অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা অংশগ্রহন করেন।