গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও সরকারী গৌরনদী ছাত্র সংসদের সাবেক জিএস আলাউদ্দিন ভূঁইয়াকে (৬৯) মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়ার পর একটি মামলার পলাতক আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করেছেন। একইদিন বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক তাকে জামিন দিয়েছেন। গ্রেপ্তারকৃতের ছেলে অনিক ভূঁইয়া তার বাবার জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে মুলাদী যাওয়ার পথে বাবুগঞ্জ উপজেলার মীর মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় তার ওপর হামলার ঘটনা ঘটে।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানিয়েছেন, গত ১৫ নভেম্বর থানায় দায়ের হওয়া একটি মামলার সন্দেহ ভাজন আসামী আলাউদ্দিন ভূঁইয়াকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়।