ভোলার লালমোহনে ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আবু তৈয়ব (৩২) এর হত্যার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। লালমোহন উপজেলা যুবদলের উদ্যোগে আজ বৃহস্পতিবার আসর বাদ এ কর্মসূচি পালিত হয়। লালমোহন উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়, পরে মিছিল টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরায় গিয়ে শেষ হয়। পরে সেখানেই এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ-সময় বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা যুবদলের সভাপতি মোঃ শাহিনুল ইসলাম কবির হাওলাদার, সাধারণ সম্পাদক, কাজি হাসনুতুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক বশির হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম হাওলাদার, উপজেলা জাসদ এর সভাপতি আজাদুর রহমান, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাতেম হাওলাদার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড থেকে আগত নেতা কর্মীরাব। এ সময় বক্তারা বলেন, ঘটনা পুনরায় তদন্ত করে হামলাকারী হুকুমদাতা এবং হামলাকারীকে সনাক্ত করে, সকল হামলাকারীর বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।