২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিয়া কর্তৃক পেশাগত দায়িত্ব পালনকালে সময় টিভির স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম হিরা ও চিত্র সাংবাদিক বাবু চক্রবর্তীকে কাজে বাঁধা দিয়ে হামলা ও লাঞ্ছনার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ ও কর্মবিরতি পালিত হয়েছে। শেরপুর প্রেস ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি কর্মবিরতিতে অংশ নেন শেরপুরের ৫ টি উপজেলার সকল সাংবাদিকরা। এসময় বক্তব্য রাখেন শেরপুর প্রেস ক্লাব সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ অনেকেই। বক্তারা বলেন, আগামী তিনদিনের মধ্যে ডা. সেলিম মিয়াকে শেরপুর থেকে প্রত্যাহার ও তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় বৃহত্তর কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন বক্তারা।= উল্লেখ্যে গত ১১ নভেম্বর শেরপুর ২৫০ শয্যা সদর হাসপাতালে ওষুধ ক্রয়ের ঠিকাদার নিয়োগে অনিয়মের অভিযোগে তথ্য সংগ্রহ করতে গিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিয়া কর্তৃক হামলা ও লাঞ্ছনার শিকার হন সময় টিভির স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম হিরা ও চিত্র সাংবাদিক বাবু চক্রবর্তী।