সমাজ সেবায় একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট চিকিৎসক ও মহীয়সী নারী ডা.যোবায়দা হান্নানের ১৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লার নাঙ্গলকোটে ডা.যোবায়দা হান্নান স্কুল এন্ড কলেজের উদ্যেগে বৃহস্পতিবার সকালে কলেজ অডিটোরিয়ামে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডা.যোবায়দা হান্নান স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ রুহুল আমীন ভূঁইয়ার সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ও কলেজ দাতা সদস্য আলহাজ্ব এবিএম আবুল কাশেম। মাস্টার মমিনুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সমাজ সেবক ও যুবনেতা মোবারক খান, বিদ্যুৎসাহী সদস্য নাসির উদ্দিন সোহেল, অভিভাবক সদস্য আমিনুল ইসলাম, সমাজ সেবক হাজী মাহবুব, সহকারী অধ্যাপক শাহজাহান, মশিউর রহমান সুমন, সাবেক অভিভাবক সদস্য আবু তাহের,ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব মাহফুজ আলম সরদার। দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সমাজ সেবক মাওলানা আব্দুল মালেক, উত্তর শাকতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মাস্টার আব্দুর রব, ডা.যোবায়দা হান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নারগিস বেগম, ,ডা.যোবায়দা হান্নান স্কুল এন্ড কলেজ ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক বদিউল আলম, সহকারী অধ্যাপক রুপসানা আক্তার, নাহিদ ফারভীন, এনামুল হক, আব্দুল জলিল, গোলাম রাব্বানী, প্রভাষক শারমিন আক্তার, নাজমুল হোসাইন, সহকারী শিক্ষক নেছার উদ্দিন, মাস্টার নুরুল আমীন, সমাজ সেবক আব্দুল মোতালেব মোতা, যুবনেতা মাহফুজ আলম-সহ অভিভাবক ও শিক্ষক/শিক্ষিকা বৃন্দ। অনুষ্ঠান শেষে ডা.যোবায়দা হান্নানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মুনাজাত করা হয়।মুনাজাত পরিচালনা করেন ফুলগাঁও ফাজিল(ডিগ্রি)মাদ্রাসা সাবেক আরবী প্রভাষক মাওলানা আব্দুল গফুর। এছাড়াও ডা.যোবায়দা হান্নানের ১৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ডা.যোবায়দা হান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিন ব্যাপী চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়।