মুন্সীগঞ্জের গজারিয়ায় বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে তার নিজ মালিককে বুঝিয়ে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে গজারিয়া থানা প্রাঙ্গণে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান উদ্ধার করা ২টি মোবাইল নিজ নিজ মালিকের কাছে হস্তান্তর করেন। এসময় গজারিয়া থানার এএসআই কামরুল হাসান ও উদ্ধার করা মোবাইলের মালিকেরা উপস্থিত ছিলেন। পুলিশ জানায়, গজারিয়ায় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময়ে বেশকিছু মোবাইল ফোন হারিয়ে গেছে, এমন ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে। পুলিশ আরও জানায়, সম্প্রতি গজারিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে গত কয়েক মাসে প্রায় শতাধিক হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে তাদের প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে।