মুন্সীগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে ডাকাতি মামলার দুই আসামীসহ ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ বিচারিক আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গেল বুধবার রাতে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন,ডাকাতি মামলার আসামী চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলী আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দা শ্রী প্রদীপ নম (৩৩), অপর জন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বেকরা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা শাহজালাল মোল্লা (৩৯), মুন্সীগঞ্জ সদর থানায় দায়ের করা হত্যা মামলার আসামী গজারিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানভীর শাহরিয়া রুমি (৪৯), সাজাপ্রাপ্ত আসামী একই উপজেলার গজারিয়া ইউনিয়নের উত্তর ফুলদি গ্রামের বাসিন্দা স্বপন চন্দ্র (৪৫), পলাতক আসামী ভবেরচর ইউনিয়নের লক্ষীপুরা গ্রামের ধনু মিয়া (৫০) ও ৫০০ গ্রাম গাঁজাসহ আটক বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া গ্রামের বাসিন্দা শহীদ মিয়া (৩৫)। এবিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এই কঠমকর্তা।