কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পৌরসভা সহ ১১ ইউনিয়নে মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ী উপজেলার বিভিন্ন জায়গায় আগের তুলনায় দ্বিগুন হারে বেড়ে গেছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে উঠতি বয়সের ছেলেরা সবচেয়ে বেশি ইয়াবা সেবণ করে জীবনকে ধ্বংস করছে। এরই ধারাবাহিকতায় পৌরসভার পশ্চিম বসন্তপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে প্রান্ত মিয়া, আলিফ মিয়া এ গ্রামের তাজুল ইসলামের বাসায় প্রবেশ করে তার স্ত্রী ও বাসার এক ভাড়াটিয়াকে মারধর করেছে বলে অভিযোগ রয়েছে। এ দুই ইয়াবা সেবনকারী গৃহবধু কাউছার আক্তার (৩৬) ও শারমিন আক্তার চাদনি (৩৫) কে মারাত্মক ভাবে দেশীয় অস্ত্র দিয়ে আহত করেছে। তাদের বাসা থেকে স্বর্ণালংকার সহ অন্তত ২ লক্ষ টাকার জিনিস নিয়ে গেছে। এ বিষয়ে হাসিবুল ইসলাম বাদী হয়ে প্রান্ত মিয়া ও আলিফ মিয়া সহ তিন-চার জনের বিরুদ্ধে গতকাল দুপুরে বাজিতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বাজিতপুর থানার ওসি মুরাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।