ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চালনা পৌরসভা শাখার উদ্যোগে সীরাতুননবী (সঃ) কুইজ প্রতিযোগিতা ও পৌর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবন মিলনায়তনে শাখা সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মুরসালিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহ সভাপতি শায়খুল ইসলাম বিন হাসান। প্রধান বক্তা ছিলেন সংগঠনের জেলা সভাপতি মুহাম্মদ ফরহাদ মোল্লা। বিশেষ অতিথি ছিলেন জেলা দ্বীনি সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা ইলিয়াস হুসাইন, সেক্রেটারি আলহাজ্ব শফিকুল ইসলাম, পৌর সভাপতি আলহাজ্ব আবু দাউদ, সেক্রেটারি অবঃ সেনা কর্মকর্তা মুহাম্মদ আক্তারুজ্জামান,উপজেলা যুব আন্দোলন সভাপতি শাকিল আহমেদ রাসেল,উপজেলা ছাত্র আন্দোলন সভাপতি মুহাম্মদ তরিকুল ইসলাম। অনুষ্ঠানে সীরাতুন্নবী (সঃ) কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। সেই সাথে সকলকে নবীর আদর্শের উপর চলার তাগিদ দিয়ে ব্যক্তি হতে শুরু করে সমাজ, রাষ্ট্রে বাস্তবায়নের জন্য চেষ্টা করার আহবান জানানো হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর সহ সভাপতি মুহাম্মদ লোকমান ফকির, সাংগঠনিক সম্পাদক আসিফ আদনান, ইয়াসিন আরাফাত, মুহাম্মদ হিজবুল্লাহ্ শেখ , মুহাম্মাদ আব্দুর রহমান, রওসান হাবিব, আবির গাজী, সাজিদ, শিহাব উদ্দিন, হিজবুল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ।