পিরোজপুরের পাড়েরহাট ইউনিয়নে অনুষ্ঠিত বিএনপির গণসমাবেশে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, দেশের প্রতি সৎ ও নিষ্ঠার সাথে ভালোবাসা না থাকলে জাতি কখনো এগিয়ে যেতে পারবে না। আমাদেরকে সৎ ও নিষ্ঠার সাথে দেশকে ভালবাসতে হবে। তিনি অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকার দেশ লুটপাটের মাধ্যমে প্রায় ৩ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। শেখ হাসিনা এবং তার পরিবারসহ ঘনিষ্ঠ ব্যক্তিরা কানাডা, সৌদি আরব, দুবাইতে সম্পত্তি গড়ে তুলেছে। আর জনগণকে মুক্তিযুদ্ধের চেতনার নামে বিভ্রান্ত করা হচ্ছে। তিনি আরও বলেন, ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, সেই আদর্শই বিএনপির মূল লক্ষ্য। দেশের সম্পদ রক্ষায় এবং জনগণের কল্যাণে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করাই এখন সময়ের দাবি। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নিজামুল হক তপনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজউদ্দিন রানা, জিয়ানগর উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহমেদ এবং সদস্য সচিব আলমগীর কবির মান্নু, যুগ্ন আহবায়ক শাহরিয়ার সোহেল।