নওগাঁর সাপাহারে বিশ্ব ব্যাংক ও পিকেএসএফ-এর অর্থায়নে এবং পিকেএসএফ-এর কারিগরি সহায়তায় বে সরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুলের মাধ্যমে স্মার্ট প্রকল্পের আওতায়, উপপ্রকল্প নওগাঁ জেলার সাপাহার, পোরশা, পত্নীতলা, এবং নিয়ামতপুরে বাস্তবায়িত হচ্ছে। স্মার্ট প্রকল্পের আওতায় "প্রোমোশন অব ভ্যালু-অ্যাডেড টস প্রোডাক্টস ফর সাসটেইনেবল গ্রোথ অ্যান্ড ইনস্টিটিউটিং প্রাকটিসেস"শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রকল্প সংশ্লিষ্ঠ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। নওগাঁ জেলার সাপাহার উপজেলায়, স্মার্ট প্রকল্প অফিসে উক্ত প্রকল্পের মাধ্যমে ১হাজার ফল চাষিকে কিভাবে আম, ড্রাগন, স্ট্রবেরি, পেয়ারা, মাল্টা, এবং বড়াই ফল পরিবেশ সম্মতভাবে উৎপাদন, বিপণন ও বহুমুখী ব্যবহারের জন্য সহায়তা প্রদান করা হবে ও স্মার্ট প্রকল্পের মাধ্যমে নওগাঁ জেলার ফলচাষকে আরও উন্নত, পরিবেশবান্ধব এবং টেকসই সম্পদ ব্যবস্থাপনার দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সহজ শর্তে কিভাবে অর্থনৈতিক সহায়তা করা হবে, এসকল বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয় । সভায় সভাপতিত্ব করেন ডিরেক্টর, অপারেশন – (ঘাসফুল) জনাব মো: ফরিদুর রহমান। উক্ত সভায়, সহকারী পরিচালক-ঝউচ (ঘাসফুল), ও প্রকল্পের ফোকাল পার্সন, জনাব কেএমজি রাব্বানি বসুনিয়া প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, ব্যবস্থাপনা কাঠামো এবং মাইক্রোফাইন্যান্সের কর্মকর্তাদের দ্বারা স্মার্ট প্রকল্প থেকে লোন প্রদান ও বাস্তবায়ন ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। -সভায় রিসোর্স পারসন বৈজ্ঞানিক কর্মকর্তা ও পি এইচডি ফেলো (আঞ্চলিক উদ্যানতত্ত গবেষণা কেন্দ্ৰ, চাঁপাইনবাবগঞ্জ) জনাব আবু সালেহ মো. ইউসুফ আলী, হাই-ভ্যালু ক্রপস নিয়ে একটি ধারণাপত্র উপস্থাপন করেন। অন্যদিকে ঘাসফুলের উপ-পরিচালক জয়ন্ত কুমার বসু, প্রকল্পের গুরুত্ব ও সংস্থার কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন এবং প্রকল্পটি সার্থকভাবে সম্পূর্ন করার ব্যাপারে প্রয়োজনীয় পরিকল্পনা তৈরীর দিকনির্দেশনা দেন। সভার সভাপতি, ডিরেক্টর, অপারেশন – (ঘাসফুল) জনাব মো: ফরিদুর রহমান আশাবাদ ব্যক্ত করেন ঘাসফুলের ঝগঅজঞ প্রকল্পের মাধ্যমে নওগাঁ জেলার ফল চাষিদের উন্নয়নে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে। প্রকল্পটির মাধ্যমে নওগাঁ জেলা হবে নিরাপদ ও পরিবেশ বান্ধব আমের রাজধানী এবং তিনি স্মার্ট প্রকল্পকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভাটি পরিচালনা করেন প্রকল্প ম্যানেজার কুরাত-ই-খোদা মো: নাসের। তিনি তার উপস্থাপনায় স্মার্ট প্রকল্পের বাস্তবায়ন পদ্ধতি ও কলাকৗশল নিয়ে আলোকপাত করেন। তিনি অংশগ্রহণকারীদেও মধ্যে সহযোগিতার মনোভাব গড়ে তোলার আহ্বান জানান ও সকলের সহযোগিতা কামনা করেন। স্মার্ট প্রকল্পের আরো বিভিন্নদিক নিয়ে আলোচনা করেন প্রকল্পের গওঝ ্ উড়পঁসবহঃধঃরড়হ ঙভভরপবৎ মো: হাসানুজ্জামান ও ঊহারৎড়হসবহঃ ্ জঊঈচ ঙভভরপবৎ মো: জুয়েল রানা। প্রকল্পটি ২০২৪ সালের ১ অক্টোবর থেকে কার্যক্রম শুরু করেছে যা আগামী ২০২৮ সালের জুনে শেষ হবে।