জেলার চর রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের আজমেরী পাড়া গ্রামের মধ্যে বয়সী নারী বেহুলা(৪২)। তার স্বামীর নাম গোলাম মোস্তফা। তিনি ৪ সন্তানের জননী।১৯৯৭ইং সালে ৮ম শ্রেণী পাশ করার পর বাবা মা তাকে বিয়ে দেন। অল্প বয়সে বিয়ে করায়, তিনি শারীরিক ও মানসিক ভাবে ভেঙ্গে পরেছিলেন। বিয়ের ২/১ বছরের মধ্যে তিনি প্রথম সন্তানের মা হন। তিনি ও তার স্বামীর সাথে পরামর্শ করলেন তাদের সন্তানদের পড়ালেখা করাবেন। বেহুলা মনে প্রাণে প্রতিজ্ঞা করলেন, তিনি বাল্যবিবাহ করে যে ভুল করেছিলেন, তার সন্তানদের যেন ভুলের মাশুল দিতে না হয়। বেহুলা বেগম মোহনগঞ্জ ইউনিয়নের একজন চ্যাম্পিয়ন মা। কেন চ্যাম্পিয়ন মা হলেন,এ বিষয়ে তিনি প্রতিনিধিকে জানান। বিয়ের পর স্বামীর সংসারে অভাব অনটন লেগেই থাকত। তার মাঝেও তাদের পরিবারে ৪টি সন্তান আসে। স্বামীকে সাহায্য করতে দর্জি প্রশিক্ষণ নিয়ে কর্মজীবন শুরু করেন।আয় রোজগার করে সে টাকা দিয়ে ছেলে মেয়েদের পড়ালেখা চালিয়ে যান। বড় মেয়েটির পড়ালেখা করানোর জন্য ভালো স্কুলে ভর্তি করে দেন। বিএসসি পাশ করিয়ে বিবাহ দেন। মেজো ছেলেটি বিএসসিতে পড়ালেখা করছে,সেজো মেয়ে ১০ম শ্রেণীতে আর ছোট ছেলে তৃতীয় শ্রেণীতে পড়ছে। ছোট পরিবারে চার চারটি ছেলে মেয়েদের পড়ালেখা চালিয়ে যাচ্ছে দেখে এলাকাবাসীর নিকট বেহুলার পরিবার প্রশংসিত। বুধবার তার বাড়িতে খোঁজ খবর নিতে গেলে বেহুলা প্রতিনিধি কে জানান। অপর দিকে আরডিআরএস বাংলাদেশ এর চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের ২দিনের প্রশিক্ষণ নিয়ে, বাল্যবিবাহ প্রতিরোধে মাঠপর্যায়ে মাদার ফাদার এপ্রোচ বাস্তবায়নের জন্য প্রশিক্ষণ নিয়েছেন। তার কর্মদক্ষতার জন্য চাইল্ড নট ব্রাইড তাকে চ্যাম্পিয়ন মাদার হিসেবে পুরস্কৃত করেছে। তিনি বলেন, সিএনবি প্রকল্পের সহায়তায় সেশন ও সচেতনতা কার্যক্রম করায় সমাজে তার গ্রহণ যোগ্যতা বেড়েছে। গ্রামের অনেকেই তার কাছে আসে এবং পরামর্শ নেয়।। তার কারণেই এলাকায় বাল্যবিবাহ কমেছে। মেয়েদের সামাজিক, অর্থনৈতিক এবং যৌন প্রজনন , স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধি পেয়েছে। এলাকা বাসীর তথ্য মতে বেহুলা তাদের এলাকার সম্পদ। বেহুলার প্রাণের দাবি আরডিআরএস বাংলাদেশ এর চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্পটি চালু থাকলে আগামী ২০২৫ইং সালের মধ্যে তার এলাকা তথা চর রাজিবপুর উপজেলা কে বাল্যবিবাহ মুক্ত হিসেবে ঘোষণা করা যাবে।