ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের অরূয়াইলে নদী ও ভূমি দখলদার সিন্ডিকেটের দৌরাত্ব বেড়েই চলেছে। নদী কমিশনের সহায়তায় স্থানীয় উপজেলা প্রশাসন সেখানকার তিতাস নদী দখলমুক্ত করতে অনেক কাজ করেছেন। কিন্তু উচ্ছেদ ঠেকাতে বারবার চতুরতার আশ্রয় নিয়েছে স্থানীয় দখলদার চক্র। দখল ধরে রাখতে রাজনৈতিক ও আঞ্চলিক মতপার্থক্য ভুলে এক প্ল্যাটফর্মে চলে আসেন সকলে। উপজেলা জেলা ও ঢাকায় গিয়ে ভিন্ন ধরণের কারিশমা তৈরী করেন। গত ১০-১৫ বছর যাবৎ তারা এমন খেলায় মত্ত। তাদের নদী দখলের বিষয়ে ২০২৪ খ্রিষ্টাব্দেও জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকায় পর্যায়ক্রমে ৪-৫ টি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে। স্থানীয় চেয়ারম্যান বলছেন নদীসহ সরকারের প্রায় ২ শত কোটি টাকার সম্পদ ওই সিন্ডিকেটের কবল থেকে উদ্ধার করা জরূরী। দখলদাররা তিতাস নদীর প্রায় ১৮ হাজার ৬৯২.২৫ বর্গফুট দখল করে পাকা ইমারত নির্মাণ করে বসেছেন। অবশেষে গত ৪ নভেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখে অরূয়াইলের ৩২ জন নদী দখলদারের বিরূদ্ধে মামলা দায়ের করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রাখিবুল হাসান। মামলায় বলা হয়েছে গত ৩ নভেম্বর সকালে অরূয়াইল বাজার সংলগ্ন তিতাস নদী ও আশপাশের এলাকা সরেজমিন পরিদর্শন করেছেন। পরিদর্শন কালে দেখা যায় নদীর উত্তর পশ্চিম দিকে প্রায় ৪২০ মিটার এলাকা জুরে বিচ্ছিন্ন ভাবে দোকানপাট, পাকা অবকাঠামো ও বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। যা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন। সেখানকার এক শ্রেণির দখলদাররা পরিবেশের ক্ষতি করার পাশাপাশি দেশের প্রচলিত আইনের কোন রূপ তোয়াক্কা না করে অনুমোদন ছাড়াই নদী দখল করে স্থাপনা নির্মাণ করছেন দেদারছে। ফলে সেখানকার পরিবেশ ও পরিবেশগত ব্যবস্থার মারাত্বক ক্ষতি সাধিত হচ্ছে। বর্ণিত নদী ও সংযুক্ত খাল দখল দোষে অভিযুক্তরা হলেন- অরূয়াইল গ্রামের তৈয়ব আলীর ছেলে আবু তালেব ৩৮৫০ বর্গফুট, হাজী কিরণ আলীর ছেলে মো. ইসমাইল মিয়া ১৩৬৫ বর্গফুট, মস্তু মিয়ার ছেলে ঠান্ডু মিয়া ১০০০ বর্গফুট, আব্দুল আলীর ছেলে রমিজ মাস্টার ১৪৬০ বর্গফুট, আব্দুল আলীর ছেলে তমুজ উদ্দিন ও কালা মিয়া, মফিজ উদ্দিন ১৪৬০ বর্গফুট, হাজী মনু মিয়ার ছেলে মো. আব্দুর রউফ ৬৫০.২৫ বর্গফুট, হাজী মিরাজ আলীর ছেলে আবুল কালাম ৩৫১ বর্গফুট, কুতুব উদ্দিন ভূঁইয়ার ছেলে মো. সোহেল ভূঁইয়া ২৭৩০ বর্গফুট, ইঞ্জি: আল হেলাল ১১৩০ বর্গফুট, কুদরত আলী ১৪০০ বর্গফুট, নুরূল হুদার ছেলে ডা: রফিকুল ইসলাম ৩৪০ বর্গফুট, নজরূল ইসলাম ৩৪০ বর্গফুট, ফারূক মিয়া ৩৬০ বর্গফুট, হাজী আলী হোসেনের ছেলে ছাদেক মিয়া ৩৬০ বর্গফুট, শিরূ মিয়ার ছেলে মুসলিম মিয়া ৩০০ বর্গফুট, কুতুব উদ্দিনের ছেলে নুর উদ্দিন ৩৬০ বর্গফুট, সাগর বাশী দাসের ছেলে মহাদেব দাস ৬০ বর্গফুট, মনমোহন দাস ৬০ বর্গফুট, রমজান আলীর ছেলে রইছ মিয়া ৪৬.৫ বর্গফুট, রমজান আলীর ছেলে ফরিদ মিয়া ৪৫ বর্গফুট, নূরূল হকের ছেলে সাইফুল ইসলাম ৬০০ বর্গফুট, আ: বারীকের ছেলে মো: উল্লাহ ৪৫ বর্গফুট, কলিম উদ্দিনের ছেলে জসিম উদ্দিন ৪২ বর্গফুট, সামসু মিয়ার ছেলে হেলাল উদ্দিন ৩৯ বর্গফুট, আরজু উদ্দিনের ছেলে নূরে আলম ৩৯ বর্গফুট, কালা মিয়ার ছেলে আলা উদ্দিন মাস্টার ৪৫ বর্গফুট, সাইজ্জত আলীর ছেলে আ: মন্নান ৪৮ বর্গফুট, হাজী ইদু মিয়ার ছেলে নোয়াব মিয়া ৪৯.৫ বর্গফুট, সামছুল হকের ছেলে কাশেম মিয়া ২০ বর্গফুট ও কাছু মিয়ার ছেলে মিরাজ আলী ৫২ বর্গফুট। মামলাটি ব্রাহ্মণবাড়িয়া জেলার মহামান্য দায়রা জজ আদালতের পরিবেশ আদালত এর অধীন গঠিত বিজ্ঞ স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে বিচার কার্য চলবে। মামলাটি পরিবেশ অধিদপ্তরের ক্ষমতা প্রাপ্ত একজন পরিদর্শক বা কর্মকর্তা তদন্ত করে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করবেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, এখানকার নদী দখলদাররা নদীর প্রায় ২ শত কোটি টাকা মূল্যের জায়গা দখল করে নিয়েছেন। তারা নদী ও পরিবেশের বড় ধরণের ক্ষতি সাধন করে চলেছেন। এখনো অনেকে নদীর জায়গায় ইমারত নির্মাণ করাকালে কৌশলে নদীর আরো ভেতরে প্রবেশ করছেন। আইনগত ব্যবস্থা ছাড়া কোন উপায় নেই। তরী বাংলাদেশের আহবায়ক শামীম আহমেদ বলেন, অরূয়াইলে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে তিতাস নদী দখল ও দূষণ দুটিই করে যাচ্ছেন। তারা স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অমান্য করছেন। মামলা হওয়ায় সকল মানুষ খুশি হয়েছেন। আমরা ‘তরী’র লোকজন নদী রক্ষা করতে প্রয়োজনে মাঠে নামব। সরাইল থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল হাসান অরূয়াইলের ৩২ জন নদী দখলদারের বিরূদ্ধে দায়ের করা মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলাটির তদন্ত ও বিচার কার্য সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা/ বিজ্ঞ ম্যাজিস্ট্রট করবেন। প্রসঙ্গত: তিতাস নদীর তীর ঘেষে বসতি ও বাজার হওয়ায় অরূয়াইলে দেড় যুগেরও অধিক সময় ধরে চলছে নদী ভরাট দখল। পরবর্তীতে দখলকৃত জায়গায় তারা পাকা আধাপাকা ও স্থায়ী ইমারত নির্মাণ করছেন। অনেকে বহুতল ভবন নির্মাণ করে মার্কেট বানিয়ে ফেলছেন। এ ভাবে তারা পরিবেশের বারোটা বাজিয়ে ছাড়ছেন। নদী দখলের ক্ষেত্রে তাদের মধ্যে রাজনৈতিক কোন বিভাজন নেই। সকল দল ও মতের লোকজন তখন এক সিন্ডিকেটের ছায়াতলে অবস্থান করেন। উপজেলা প্রশাসন বা সহকারি কমিশানার (ভূমি) দখলে বাধা দিলে তাদের উপর ক্ষুদ্ধ হন। সংশ্লিষ্ট প্রশাসনের দেয়া লাল দাগ মুছে ফেলেন। নদীর দখল ধরে রাখতে তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মামলার হুমকি দিয়ে আসছেন। অনেক দিন পর দখলদারা আসামী হওয়ায় স্থানীয় নিরীহ ও সাধারণ লোকজন খুবই খুশি।