চাঁদপুর সদর উপজেলায় কৃষি অফিস কর্তৃক ২০২৪-২৫ অর্থ বছরে সরকারি প্রণোদনার ৪৪০০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে বোরো উফশী বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। তন্মধ্যে ১১০০ জন কৃষককে দেয়া হবে ২ কেজি করে বোরো হাইব্রিড বীজ। অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এইসব বীজ এবং সার বিতরণ করা হচ্ছে। বুধবার (২০ নভেম্বর) চাঁদপুর সদর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজিত অনুষ্ঠানে এই বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত। এ সময় তিনি বলেন, 'কৃষিই সমৃদ্ধি' এই শ্লোগানে চাঁদপুর সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এ কর্মসূচি উদ্বোধন করা হলো।তিনি আরও বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার অনেক বেশি প্রণোদনা দিচ্ছে সরকার। সরকার আপনাদের পাশে সব সময় আছে। আপনারা যে যার যার সাধ্যমত চাষাবাদ করবেন। বীজ নিয়ে কেউ অবহেলা করবেন না। কারো জমি খালি রাখবেন না। চাঁদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায় এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার, সুমি আক্তার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মনোয়ার হোসেন ও সাদিকা বেগম প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায় জানান, বাংলাদেশ কৃষি প্রধান দেশ,দেশ উন্নয়ন হতে হলে প্রথমে খাদ্যের স্বয়ং সম্পূর্ণ হতে হবে, এজন্য সবাই কৃষিকে বেশি বেশি গুরুত্ব দিতে হবে। তাই উপজেলা প্রশাসনের কৃষি বিভাগ সবসময় কৃষকের পাশে রয়েছে। তিনি আরো বলেন, মাঠে ফলন ভালো পেতে এবং সুবিধা – অসুবিধার জন্য নিয়মিত কৃষি অফিসের সাথে যোগাযোগ রাখার অনুরোধ জানান। কৃষক ও কৃষক পরিবারের সদস্যরা ছাড়াও উপজেলা কৃষি বিভাগের সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।