মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা সেতুর উপরে ঢাকাগামী লেনে একটি কাভার্ড ভ্যান উল্টে রীতিমতো রাস্তা বন্ধ হয়ে গেছে। এতে ঢাকাগামী লেনে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। ভবেরচর হাইও পুলিশ ফাঁড়ি এস আই জামিরুল বলেন মেঘনা ব্রিজের উপর একটি সুতার কাভার্ড ভ্যান উল্টি রাস্তা বন্ধ হয়ে যায় আমরা তাৎক্ষণিক খবর পেয়ে রেখা নিয়ে ঘটনাস্থলে এসেছি ততক্ষণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে কাভার্ড ভ্যান সরানোর চেষ্টা চলছে। বৃহস্পতিবার সকাল থেকে যানজট শুরু হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ব্রীজ থেকে ভবেরচর পর্যন্ত এক অংশে যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘক্ষণ যানজট আটকে থেকে দুর্ভোগ পোহাচ্ছে মানুষ। এদিকে সরেজমিনে গিয়ে দেখা যায় অফিসগামী যাত্রীরা পায়ে হেঁটে মেঘনা ব্রিজ পার হতে চেষ্টা করছে অনেক যাত্রীরা মাথার উপর বস্তা নিয়ে রাস্তা দিয়ে যাতায়াত করতে দেখা যাচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তার উপরে শত শত প্রাইভেট কার মাইক্রো রোগী বাহি অ্যাম্বুলেন্স যাত্রীবাহী বাস মালবাহী ট্রাক কাভার্ড ভ্যান আটকে আছে। হাইওয়ে পুলিশ বলছে এই যানজট ক্লিয়ার হতে সময় লাগবে।