দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিগত সাড়ে ১৫ বছরে ফ্যাসিবাদী বর্বরতায় পা হারানো পঙ্গুদেরকে নিয়ে তাদের দুঃখ - দুর্দশার চিত্র দেশের জনগণের কাছে তুলে ধরার জন্য বুধবার বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রে গিয়েছেন সাতকানিয়া - লোহাগাড়া হতে দুই বার নির্বাচিত সাবেক এম পি, সাবেক প্যানেল স্পীকার, চট্টগ্রাম মহানগর জামায়াত আমীর আলহাজ্জ শাহজাহান চৌধুরী। এ সময় সাথে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী এবং সাবেক কাউন্সিলর মাহফুজুল আলম। পা হারানোদের মধ্য হতে উপস্থিত ছিলেন জনাব তাহের উদ্দিন, জনাব কামাল উদ্দিন ও জনাব এনামুল হক।এ সময় জনাব শাহজাহান চৌধুরী বলেন, দেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্যে এই মানুষগুলো যে ত্যাগ স্বীকার করেছেন তা জাতির জন্য প্রেরণার উৎস। এই মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব।