খুলনার পাইকগাছায় সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার পদত্যাগের দাবীতে শিক্ষার্থীরা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকলে উপজেলা নির্বাহী অফিসার এসে সমাস্যা সমাধানের আশ্বাস দিলে তারা কর্মসুচী প্রত্যহার করে নেয়। প্রধান শিক্ষিকা ভৈরবী রাণী রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা, ক্ষমতা অপব্যবহার ও অদক্ষতার অভিযোগে তার পদত্যাগের দাবী জানানো হয়। বুধবার সকাল ১০ টায় শিক্ষার্থী ঋতুর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সকল ক্লাস বর্জন করে শ্রেণী কক্ষ ও বিদ্যালয়ের মেইন গেটে তালা ঝুলিয়ে দেয়। পরে প্রধান সড়কে অবস্থান করে সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। শিক্ষার্থীদের অভিযোগ প্রধান শিক্ষিকা ৭ মে ২০২৪ তারিখে পাইকগাছা সরকার বালিকা উচ্চ বিদ্যালয় যোগদান করেন। শিক্ষার্থীদের অভিযোগ যোগদানের পর থেকে তিনি মাসে এক দিনও স্কুলে আসেন না। বেতন নিয়ে চলে যান। এ সময়ে তিনি শিক্ষক, শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। শিক্ষার্থীদের পরীক্ষার রুটিন, সিলেবাস, ক্লাস রুটিন, শিক্ষার্থীদের বিদ্যালয়ের সনদ , ছুটির নোটিশ কিছুই দেন না। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, প্রধান শিক্ষিকা না থাকলে বিদ্যালয়ের সব কার্যক্রম স্থবির হয়ে পড়ে। শিক্ষার্থীদের আন্দোলনের খবর পেয়ে সকাল ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ঘটনা স্থলে এসে সবকিছু শোনার পর তিনি যথাযত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা কর্মসূচী প্রত্যাহার করে নেয়। উপস্থিত ছিলেন পাইকগাছা থানা অফিসার ইনচার্জ সবজেল হোসেন।