কুড়িগ্রামের রাজারহাটে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রেসক্লাব রাজারহাটের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২০নভেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নবাগত ইউএনও আল ইমরানকে ফুলেল শুভেচ্ছা দেন সাংবাদিকরা। এর আগে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব রাজারহাটের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, সহ-সভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজুল ইসলাম লাভলু, কোষাধ্যক্ষ আশরাফুল আলম সাজু, এএস লিমন, শাহজাহান আলী, মোহাম্মদ আলী মন্ডল এটম ও মোস্তফা কামাল সদস্য প্রমূখ।নবাগত ইউএনও আল ইমরান টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার(ভূমি) হিসেবে দায়িত্বপালন করছিলেন। গত মঙ্গলবার(১৯নভেম্বর) তিনি রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করে রাজারহাটে আসেন। সভায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। নবাগত ইউএনও তা বাস্তবায়নে সাংবাদিকদের আশ্বাস প্রদান করেন।