রাস্ট্র পক্ষে মামলা পরিচালনায় সহযোগিতার জন্যে ডুমুরিয়ার কৃতি সন্তান এ্যাডভোকেট মোঃ আবুল খায়ের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, এ্যাডভোকেট মোঃ মুনিমুর রহমান নয়ন ও এ্যাডভোকেট আবু ইউসুফ মোল্যা সহকারি পাবলিক প্রসিকিউটর(এপিপি) হিসেবে নিযুক্ত হয়েছেন। গত ১৮ নভেম্বর সরকারের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের(পিপি-জিপি শাখা) উপ-সলিসিটর(জিপি-পিপি)সানা মোঃ মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। নব নিযুক্ত অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর(পিপি) এ্যাডভোকেট আবুল খায়ের দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে খুলনা জেলা আইনজীবি সমিতির সদস্য হিসেবে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। তিনি উপজেলার সেনপাড়া গ্রামের বাসিন্দা। অপর দিকে অ্যাডভোকেট মোঃ মুনিমুর রহমান নয়ন ডুমুরিয়া উপজেলা সদরের বিএনপি নেতা মোল্যা আবুল কাশেম এর পুত্র।তাকে খুলনার নারী ও শিশু নির্যতন দমন ট্রাইবুনাল-১ এর এপিপি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।তিনি ২০১৩ সালে খুলনা আইনজীবি সমিতিতে যোগদান করে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। এছাড়া এ্যাডভোকেট মোঃ আবু ইউসুফ উপজেলার রুদাঘরা গ্রামের মরহুম আব্দুল কাদের মোল্যার পুত্র। তাকে জেলা ও দায়রা জজ আদালতের অধীন এপিপি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি ২০১৮ সালে খুলনা জেলা আইনজীবি সমিতির সদস্য পদ লাভ করে আইন পেশায় নিয়োজিত রয়েছেন।
তাদের কে অতিরিক্ত পিপি এবং এপিপি হিসেবে নিযুক্ত করায় সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি কৃতজ্ঞা এবং ডুমুরিয়া তথা খুলনা বাসীসহ তাঁদের শুভাকাঙ্খী,বন্ধু-বান্ধব সকলের কাছে দোয়া প্রত্যাশা করেছেন।