টাঙ্গাইল শহররে প্রবশে পথ গুলোতে র্দীঘ দনি যাবত নগজ র্বজ্য ফলেছে পৌরসভা। এতে স্থানীয় বাসন্দিা ও সড়ক ব্যবহারকারীদরে চরম ভোগান্তি পোহাতে হচ্ছ।ে নতুন করে সম্প্রতি কয়কে দনি যাবত কাগমারী ব্রীজ থকেে ভাসানী বশ্বিবদ্যিালয়মুখী সড়করে শ্মশান ঘাট সংলগ্ন এলাকায় নগর র্বজ্য ফলেছে পৌরসভা। এর প্রতবিাদে শক্ষিক ও শক্ষর্িাথীরা মানববন্ধন র্কমসূচি করছে।ে বুধবার সকালে রাণী দনিমনী শ্মশান ঘাটরে সামনে মাওলানা ভাসানী বজ্ঞিান ও প্রযুক্তি বদ্যিালয়য়রে গ্রীণ ক্লাব, বাংলাদশে পরবিশে আন্দোলন ও পরবিশেবাদী সংগঠন সবুজ পৃথবিী এ র্কমসূচরি আয়োজন কর।ে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখনে, মাওলানা ভাসানী বজ্ঞিান ও প্রযুক্তি বশ্বিবদ্যিালয়রে এনভায়রনমন্টোল সায়ন্সে এন্ড রসর্িোস ম্যানজেমন্টে (ইএসআর) বভিাগরে অধ্যাপক এসএম সাইফুল্লাহ, সহযোগী অধ্যাপক মুহাম্মদ জসীম উদ্দনি, সবুজ পৃথবিীর সাধারণ সম্পাদক শহদি মাহমুদ, গ্রীণ ক্লাবরে আহ্বায়ক মো. শামীম কবরি, শক্ষর্িাথী র্তুণা প্রমুখ বক্তব্য রাখনে। বক্তারা বলনে, নয়িম বহর্ভিূতভাবে সড়করে পাশে প্রভাব খাটয়িে পঁচা দুর্গন্ধযুক্ত র্বজ্য ফলোয় চরম র্দুভােগ পোহাতে হচ্ছ।ে ময়লা আর্বজনা ফলোয় পরবিশেরে পাশাপাশি জন স্বাস্থ্যও হুমকরি মুখে পড়ছে।ে দ্রুত সময়রে মধ্যে বন্ধ না হলে কঠোর আন্দোলনরে হুশয়িারি দনে আন্দোলনকারী।