দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৯ নম্বর হামিদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের পুণাজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে পূর্বশুকদেবপুর ঘাসিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হামিদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি হারুনুর রশিদ মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পার্বতীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মো: মাহাবুর রশিদ সংগ্রাম। বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবদলের সদস্য ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মমিনুল ইসলাম ডাক্তার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ মুকুল ও যুবনেতা শাকিব হোসেন ডলার প্রমুখ। হামিদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের নতুন কমিটিতে নুরুল নবীকে সভাপতি ও শামসুল হককে সাধারন সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলামসহ ৫১ বিশিষ্ট একটি পূর্ণাজ্ঞ কমিটি গঠন করা হয়েছে।