পাবনার সুজানগর উপজেলা বিএনপির প্রয়াত প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ মাস্টারের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার সকালে প্রয়াত আব্দুল লতিফ মাস্টারের পরিবারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সকাল ১১টায় ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে মেহগনি এবং পেয়ারাসহ বেশ কয়েকটি ফলজ এবং বনজ বৃক্ষরোপণের মাধ্যমে ওই কর্মসূচির উদ্বোধন করা হয়। এর পর ওই কর্মসূচির অংশ হিসেবে সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ, সুজানগর মহিলা ডিগ্রি কলেজ, মোহাম্মাদীয়া দাখিল মাদ্রাসা, মথুরাপুর উচ্চ বিদ্যালয়, সুজানগর থানা ও সুজানগর উপজেলা পরিষদ চত্বরে শতাধিক ফলজ ও বনজ বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ, উপজেলা যুবদলের সদস্য সচিব রিয়াজ মন্ডল, সাবেক পৌর কাউন্সিলর আনিসুর রহমান খোকন, নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার বিশ্বাস, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শাহনাজ বেগম, সাবেক ছাত্র নেতা আরিফুল ইসলাম টুটুল, প্রয়াত আব্দুল লতিফ মাস্টারের পরিবারের সদস্য ইয়াকুব আলী, সহকারী অধ্যাপক জাহিদুল হাসান রোজ, মোহাঃ সাজিদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক সৌরভ, পাবনা জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক কাউসার শেখ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সোহেল রানা মানিক, শেখ রাফি ও সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাকিল খান অংশ নেন। বিকালে ভবানীপুর জামে মসজিদে প্রয়াত আব্দুল লতিফ মাস্টারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।