বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, বিশিষ্ট শিল্পপতি ও উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেছেন, প্রশাসন জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করবে। জনগণের সেবা করতে হবে। কারণ জনগণের অর্থেই কিন্তু বেতন-ভাতা সব কিছু আসে। তিনি আরও বলেন, প্রশাসন কেন দল করবে? প্রশাসন হবে সম্পূর্ণ নির্দলীয়। যে দলই ক্ষমতায় আসুক না কেনো, তারা জনগণের জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে। বুধবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটির হল রুমে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তবর্তকালীন সরকারকে সময় দিতে হবে, সময় না দিলে কোন কিছু করা সম্ভব নয়। একটা নির্বাচন মুখের কথা নয়, যেখানে নির্বাচন কমিশন বিলুপ্ত সেখানে নির্বাচন কিভাবে হবে। নির্বাচন কমিশন গঠন করা হলে তাদের সময় দিতে হবে। বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপনের সভাপতিত্বে মিট দ্য রিপোর্টার্সে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহাম্মেদ বাবলু, ইউনিটির সাবেক সুশান্ত ঘোষ প্রমুখ।