দাকোপের নবীন কবি এইচ এম রানা বর্ষ সেরা পাঠক সম্মাননা ও গুনিজন সম্মাননা পেয়েছেন। ঢাকার সেগুনবাগিচার কচিকাঁচার মেলায় আস সুফিয়া সাহিত্যও সংস্কৃতি পরিষদ তার হাতে পাঠক সম্মাননা ও গুনিজন সম্মাননা ক্রেষ্ট ও ঘড়ি তুলে দেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি কবি প্রাকৃতজ শামিম রুমি টিটন এবং অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক এইচ এম শাহরিয়ার কবির বলেন, কবি সাহিত্যিক কবি এইচ এম রানা খুলনা জেলা দাকোপ থানা সুতারখালী ইউনিয়নের নলিয়ান গ্রামের বাসিন্দা। আমাদের সংগঠনের জন্ম থেকেই তিনি সাথে রয়েছেন। এবং সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি অনেক ভূমিকা রেখেছেন। তার মত ব্যক্তির কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। সংগঠনের সার্বিক উন্নতি ও সাফল্য কামনা করেছেন। এ ছাড়া ও কবি এইচ এম রানা এ বছর অনেক নানা পুরষ্কার ও সম্মাননা পেয়েছেন।