সৈয়দপুর বাইপাস সড়ক দুই পাইকারি সবজি বাজার কমিটির মধ্যে চলছে চরম উত্তেজনা। বাজার জমাতে দুই পক্ষেই ব্যস্ত। তাই নিজ নিজ বাজারে ব্যবসায়িদের জোর করে টেনে নিচ্ছেন এমন দোষারোপ একে অপরকে করছেন। এদিকে বাইরে থেকে আসা ব্যবসায়িদের টানা টানি বন্ধে ১৯ নবেম্বর এক পক্ষ সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। এক ব্যবসায়ি জানান, কয়েক বছর হল সৈয়দপুর শহরের মধ্যে থাকা সবজী বাজারটি স্থানান্তর করে বাইপাস সড়কে আনা হয়। এটির নামকরণ করা হয় সৈয়দপুর বাইপাস কাচামাল আড়ৎ বা বাজার। তবে এ বাজারটি গড়ে তোলা হয় সরকারী জায়গায়। অপরপাশে এ বাজারের দক্ষিণ পাশে মালিকানাধীন জায়গায় গড়ে তোলা হয় বিসমিল্লাহ পাইকারী সবজি বাজার নামে আরেকটি বাজার। এতে করে দুই বাজার কমিটির মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। সৈয়দপুর পৌর পাইকারী সবজি ব্যজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ বলেন, একই এলাকায় দুটি পাইকারি বাজার গড়ে ওঠা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিসমিল্লাহ পাইকারি সবজি বাজারের লোকেরা আমাদের ব্যবসায়ীদের বাঁধা দিচ্ছে। এতে আমরা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এটি বন্ধ না হলে যে কোন সময় রক্ষক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে বলে জানান তিনি। অপরদিকে বিসমিল্লাহ পাইকারি সবজি বাজারের সাধারণ সম্পাদক মো.লাড্ডান বলেন, আমরা কোনো ব্যবসায়ীকে টানাটানি করছি না। বরং তারাই প্রতিনিয়ত এ কাজ করছেন। বিষয়টি সুষ্ঠু সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তিনি। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক নূর- ই- আলম সিদ্দিকীর মধ্যস্থতায় অবরোধ তুলে নেওয়া হয়।