চাঁদপুর সদর মডেল থানা পুলিশ কর্তৃক কিশোর গ্যাং এর সদস্য সন্দেহে ০৮জন গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর দিক নির্দেশনায়, অফিসার ইনচার্জ, মোঃ বাহার মিয়ার নেতৃত্বে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ২০/১১/২০২৪ তারিখ শহরের পুরান বাজার মধুসুদন স্কুল মাঠ সংলগ্ন পৌরসভার পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং এর সদস্য সন্দেহে এলাকার চিহ্নিত নেশাখোর ও বখাটে আট কিশোরকে আটক করা হয়। তারা হলো - নাঈম প্রকাশ শুভ(১৯), পিতা-সুমন বেপারী, মাতা-রাজিয়া বেগম, রনি ছৈয়াল(১৮), পিতা-জাহাঙ্গীর ছৈয়াল, মাতা-রেনা বেগম, মনির হোসেন(১৮),পিতা-ইয়াছিন খান, মাতা-মুক্তা বেগম, রাজিব মাঝি(১৯), পিতা-খোকন মাঝি, মাতা-সেলিনা বেগম, মোঃ রবিন(১৮), পিতা-সেলিম, মাতা-মনোয়ারা বেগম,ফয়সাল বেপারী(১৮), পিতা-তাহের বেপারী, মাতা-পান্না বেগম, রাহুল ঢালী(১৮), পিতা-রুবেল ঢালী, মাতা-কুলসুমা বেগম, শাওন আহম্মদ(১৯), পিতা-রহমান খান, মাতা-শিল্পি আক্তার, সর্ব সাং-পুরান বাজার মধ্য শ্রীরামদী টিজি রোড ভাওয়াল বাড়ী। আটককৃত কিশোর গ্যাং এর সদস্যদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানার নন. এফ. আই. আর প্রসিকিউশন নং-২৫০/২০২৪, তারিখ -২০/১১/২০২৪ ইং ধারা- পুলিশ আইনের ৩৪ মূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।