বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন পরিষদে ব্র্যাকের “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ ১৯ ফেব্রুয়ারি ২০২৪ রোজ মঙ্গলবার দুপুর ০১: ০০টায় বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন পরিষদের সচিব জনাব এ বি এম ফজলুল করিম এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মো:মজিবুর রহমান । এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের সকল ওয়ার্ড এর ইউ,পি সদস্য ও সংরক্ষিত সদস্যগণ, গ্রাম পুলিশ, দফাদার, সুশিল সমাজের প্রতিনিধি, ইমাম, সাংবাদিক, শিক্ষক প্রমূখ। কর্মশালাটি সঞ্চালনা ও মুল বক্তব্য উপস্থাপন করেন জনাব তরুণ মিত্র সেক্টর স্পেশালিস্ট সাইকো সোশ্যাল কাউন্সিলর ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম বরিশাল । প্রধান অতিথি তার বক্তব্যে ব্র্যাকের অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ নিয়ে জনকল্যাণ মূলক কাজ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন, এবং তাদের সকল ভালো কার্যক্রমে পাশে থেকে সহযোগিতা করার আশ্বস্ত প্রদান করেন। বিদেশ-ফেরত অভিবাসীদের জন্য ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এসডিসি -২ প্রকল্পের মাধ্যমে সাইকো সোশাল কাউন্সিলিং, কারিগরি প্রশিক্ষণ, সামাজিক পুনরেকত্রীকরণ সেবা এবং আর্থসামাজিক উন্নয়ন সেবা প্রদান করবে তা কর্মশালায় উপস্থিতির মাঝে তুলে ধরা হয় এবং বিদেশ-ফেরত অভিবাসীদের ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর সাথে যোগাযোগ করার আহবান রাখা হয়। সার্বিক সহযোগিতা করেন মোঃ এমাদুল হক ফিল্ড অর্গানাইজার, ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম।