খুলনার ডুমুরিয়ায় বেসরকারি উন্নয়ন সংস্হা প্লিড'র প্রজেক্ট টু কমব্যাট ডমেস্টিক ভায়োলেন্স থ্রো এ্যাওয়ারনেস এন্ড এ্যাডভোকেসী(নেট টু রাইট)প্রকল্প'র অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে ডুমুরিয়া অফিসার্স ক্লাবে আয়োজিত অবহিত করণ সভায় সভাপতিত্ব করেন প্লিড'র কার্য নির্বাহী সদস্য এ্যাডভোকেট এফ,এম আক্তারুজ্জান। সভায় অতিথি হিসেবে বক্তব্যদেন উপজেলা সমাজ কর্মকর্তা সুব্রত বিশ্বাস,যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম কামরুজ্জামান। প্লিড'র কর্মকর্তা এ্যাডভোকেট মামুনুর রশিদ'র সঞ্চালনায় সভায় আরো বক্তব্যদেন প্লিড'র ইউনিয়ন উন্নয়ন কর্মী মিতুয়া ইয়াসমিন,উন্নয়ন কর্মী বিলকিস খাতুন,মল্লিক হুমায়ুন কবির, শিক্ষক অনুপ কুমার,দলোয়ার হোসেন, ইউপি সদস্য সিহাব মোল্যা, মাধুরী মল্লিক,শেখ আল জাদীদ,তাপস সাহা,মনিরুল ইসলাম।সভায় স্হানীয় জনপ্রতিনিধি,শিক্ষক,সাংবাদিক,শিক্ষার্থী,এনজিও কর্মী,বিবাহ নিবন্ধক কাজীসহ সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।সভায় প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যে তুলে ধরা হয়।