“ভবিষ্যতের কথা শুনুন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ, চিলমারী আয়োজনে বিশ্ব শিশু দিবস ‘২৪ইং পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে গতকাল বুধবার সকালে রমনা ইউনিয়নের ব্যাপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, বিশেষ অতিথি রাজকুমার মন্ডল, প্রজেক্ট ম্যানেজার প্রত্যাশা প্রকল্প ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ, চিলমারী, মোঃ নজরুল ইসলাম সাবু, সভাপতি চিলমারী প্রেস ক্লাব, মোঃ আব্দুল মালেক, প্রজেক্ট অফিসার ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ, চিলমারী, মোছাঃ মুন্নি বেগম, স্বপ্নপূরণ গুচ্ছ পর্যায় সংগঠন, চিলমারী, কুড়িগ্রাম।